সরকারি অচলাবস্থা নিরসনে প্রতিনিধি পরিষদের দিকে তাকিয়ে ট্রাম্প প্রশাসন

দীর্ঘ শাটডাউন থেকে উত্তোরণের পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা
দীর্ঘ শাটডাউন থেকে উত্তোরণের পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা | ছবি: সংগৃহীত
0

সরকারি অচলাবস্থা নিরসনে এখন প্রতিনিধি পরিষদের দিকে তাকিয়ে ট্রাম্প প্রশাসন। উচ্চকক্ষ সিনেটে পাস হলেও নিম্নকক্ষে বিলটি পাস নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। স্বাস্থ্যসেবার বিল সংশোধনে আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট আইন-প্রণেতারা। এদিকে, ফেডারেল কর্মীরা খাদ্য সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। বিশ্লেষকরা এটিকে অর্থহীন অচলাবস্থা উল্লেখ করে দুই দলের ব্যর্থতাকে দায়ী করছেন।

নানা জল্পনার পর ইতিহাসের দীর্ঘ সরকারি অচলাবস্থা কাটিয়ে সংকট নিরসনের পথে মার্কিন প্রশাসন। উচ্চকক্ষ সিনেটে এরইমধ্যে ৬০ থেকে ৪০ ভোটে পাস হয়েছে বাজেট বিল। ৮ জন ডেমোক্র্যাট আইন-প্রণেতার সমর্থনে আলোর মুখ দেখে বিলটি। বাজেট বিল পাস না হওয়ার এক মাসের বেশি সময় ধরে বেতন ছাড়া কাজ করতে হচ্ছে কয়েক লাখ ফেডারেল কর্মীকে। বিপর্যয়ের মুখে দেশটির বিমান চলাচল ব্যবস্থা।

বিলটি এবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে ভোটের জন্য। বুধবার শাটডাউন বিলটি সেখানে পাস হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে। অবসান ঘটবে রেকর্ড শাটডাউনের। প্রতিনিধি পরিষদে সহজেই বিলটি পাস হবে আশা করছেন সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান আইন-প্রণেতারা। তবে ডেমোক্র্যাটদের বিরোধিতায় আবারও আটকে যেতে পারে বিলটি।

আরও পড়ুন:

এদিকে, স্বাস্থ্যসেবার নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের ব্যাপক সমালোচনা করেন ডেমোক্র্যাট আইন-প্রণেতারা। তাদের অভিযোগ, গোটা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা সংকট তৈরি করেছে রিপাবলিকানরা। এই নীতি সংশোধনের আহ্বান জানান ডেমোক্র্যাট এই আইনপ্রণেতা।

ডেমোক্র্যাট আইন-প্রণেতা হাকিম জেফরি বলেন, নিম্ন আয়ের ফেডারেল কর্মীরা তাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তারা রাজনীতিবিদদের খেলার পণ্য হতে চায় না। বেতন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সংকটে অনেকটা মানবেতর জীবন পার করছে তারা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারি অচলাবস্থা দীর্ঘায়িত করা অর্থহীন। তাদের মতে, এটি ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষের ব্যর্থতা।

ক্যাটো ইনস্টিটিউটের পরিচালক রোমানিয়া বোকিয়া বলেন, এটি একটি অর্থহীন শাটডাউন। সরকারি অচলাবস্থায় ডেমোক্র্যাটরা কোনো সুবিধা পায়নি। শেষ পর্যন্ত, ডেমোক্র্যাটদের দাবি পূরণ হয়নি। পরিবর্তে, তারা রিপাবলিকানদের দেয়া একটি চুক্তিতে সম্মত হয়েছিল, যেখানে স্বাস্থ্যসেবার ভর্তুকির কথা ছিল। ডেমোক্র্যাটরা এই বিলে তেমন কোনো প্রভাব রাখতে পারেনি।

কয়েক দিনের মধ্যেই হয়তো সচল হবে ফেডারেল সরকারের সব কার্যক্রম। এতে স্বস্তি ফিরবে সরকারের বিভিন্ন সংস্থায়। তবে দেশটির বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক হতে আরও বেশ কয়েক দিন সময় লাগবে।

শাটডাউন অবসানের খবরে কিছুটা স্বস্তি এসেছে মার্কিন শেয়ার বাজারে। যুক্তরাষ্ট্রের প্রধান তিন সূচকের মধ্যে ডাও জোন্স ও এস অ্যান্ড পি ঊর্ধ্বমুখী থাকলেও পতন ঘটেছে নাসদাকের সূচকে।

ইএ