বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে লাহোর ও নয়াদিল্লি

শহরের দূষিত আবহাওয়া
শহরের দূষিত আবহাওয়া | ছবি: সংগৃহীত
0

চরম বায়ুদূষণে ধুঁকছে পাকিস্তানের লাহোর ও ভারতের নয়াদিল্লি। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে এ দুই শহর। প্রতিদিনই শ্বাসকষ্ট-জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন বহু মানুষ। দূষণ রোধে নানা পদক্ষেপ নিয়েও সুফল পাচ্ছে না শহরবাসী। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কঠোর পরিবেশ নীতি, যানবাহনের নিয়ন্ত্রণের কথা বলছেন বিশেষজ্ঞরা।

ভোরে চোখ খুলতেই দেখা যায় দিল্লির আকাশ ঢেকে আছে ধোঁয়ায়। দেখে মনে হবে ভারী কুয়াশা বা রাতের অন্ধকার নেমে এসেছে। কয়েক ফুট দূরত্বে কিছুই দেখা যায় না। ভর দুপুরেও যানবাহনগুলোকেও চলতে হয় হেডলাইট জ্বালিয়ে।

গেল কয়েক সপ্তাহ ধরেই ভারতের রাজধানী দিল্লির বায়ুগুণ-মান সূচক বিপজ্জনক পর্যায়ে রয়েছে। শীত মৌসুমে দূষণের জন্য বিশেষ করে মূলত পার্শ্ববর্তী রাজ্যগুলোতে খড় পোড়ানোকে দায়ী করা হয়। এছাড়া, এই সময়ে বাতাসের গতিবেগ কম থাকায় দূষণকারী বস্তু পরিবেশ আটকে থাকে। এতে বাড়ছে দূষণ। বাতাসের গুণমান নিয়ে সতর্কতা দেয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে, ৪ নভেম্বর পর্যন্ত দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ থাকবে।

আরও পড়ুন:

দিল্লির দূষণ নিয়ন্ত্রণে ক্লাউড সিডিংয়ের উদ্যোগ নিয়েও সফলতা পায়নি শহর কর্তৃপক্ষ। কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টাও বৃথা যায়। এদিকে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট-জনিত রোগীর সংখ্যা।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষস্থানে আছে পাকিস্তানের লাহোর শহর। সেখানে বাতাসের মান চরম বিপজ্জনক পর্যায়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে চলমান অ্যান্টি-স্মগ অভিযান জোরদার করেছে লাহোর পুলিশ। তবু মিলছে না কাঙ্ক্ষিত ফল।

ধোঁয়া এবং কুয়াশার মধ্যে ধূলিকণা মিলে তৈরি হয়েছে স্মগ। দৃষ্টিসীমার মধ্যেও কিছুই ঠিকঠাক দেখা দেখা যাচ্ছে না। ভয়াবহ বায়ুদূষণে লাহোরে বাড়ছে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, গলা ব্যথা ও চোখের সংক্রমণের মতো সমস্যা।

ঠাণ্ডা আবহাওয়ায় ভারী বায়ুতে ধুলোবালি, যানবাহনের বিষাক্ত ধোঁয়া, শহরের বাতাসকে আরও দূষিত করছে। এ সময়ে ভারত ও পাকিস্তানের কয়েক কোটি বাসিন্দা শ্বাসকষ্ট-জনিত জটিলতায় ভোগেন।

চিকিৎসক ও পরিবেশবিদরা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কঠোর পরিবেশ নীতি, যানবাহনের নিয়ন্ত্রণ ও কৃষি খাতে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

ইএ