পাঁচ বছর পর ভারত-চীনের সরাসরি ফ্লাইট চালু

ভারত ও চীনের সরাসরি ফ্লাইট চালু
ভারত ও চীনের সরাসরি ফ্লাইট চালু | ছবি: সংগৃহীত
0

পাঁচ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ইন্ডিগোর একটি ফ্লাইট কলকাতা থেকে ১৮০ জন যাত্রী নিয়ে সোমবার চীনের গুয়াংজুতে অবতরণ করে। গতকাল (রোববার, ২৬ অক্টোবর) ভারতের চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন।

সাংহাই-নয়াদিল্লি রুটে ফ্লাইট চালু হবে আগামী ৯ নভেম্বর থেকে। এই রুটে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করবে বলে জানা গেছে। এই পদক্ষেপকে এশিয়ার দুই বড় রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন:

উল্লেখ্য, ২০২০ এ করোনা মহামারির প্রাদুর্ভাব শুরুর পর দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এরপর হিমালয় সীমান্তে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল ভারত ও চীনের সরাসরি ফ্লাইট।

ইএ