আসিয়ান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কুয়ালালামপুরে বিশ্বনেতারা

আসিয়ান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতারা
আসিয়ান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতারা | ছবি: সংগৃহীত
0

৪৭তম আসিয়ান সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন বিশ্বনেতারা। আজ (রোববার, ২৬ অক্টোবর) এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৩ দিনের এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ বিকেলে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। 

মিয়ানমারের জান্তা সরকারপ্রধান ছাড়াও আয়োজনে অংশ নেবেন আসিয়ানের ১০ সদস্য রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধান। থাকবেন চীন, অস্ট্রেলিয়া, জাপান ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। মস্কোর প্রতিনিধিত্ব করবেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আর ভার্চুয়ালি যুক্ত হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আরও পড়ুন:

সম্মেলনের সাইড লাইনের বৈঠকে গুরুত্ব পাবে ট্রাম্পের নয়া শুল্কনীতি ও দুর্লভ খনিজ প্রসঙ্গ। সেই সঙ্গে মিয়ানমারের গৃহযুদ্ধ ও দক্ষিণ চীন সাগরে বিরোধও থাকবে আলোচনায়। এছাড়া সীমান্তবিরোধ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করবে থাইল্যান্ড ও কম্বোডিয়া।

এসএইচ