মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছেন, ২৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় দেশজুড়ে প্রায় ১৬ হাজার পুলিশ মোতায়েন করা হবে। যাদের একটি বড় অংশ পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে রাজধানীতে আনা হবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘কুয়ালালামপুর সিটি সেন্টার পুরোপুরি লকডাউনের আওতায় থাকবে এবং নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।’
আরও পড়ুন:
সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২৬ অক্টোবর। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। এ সম্মেলনে সাইপ্রাস ও ফিনল্যান্ডও আসিয়ান সংলাপ সহযোগী হিসেবে যুক্ত হবে।
সম্মেলন চলাকালে কুয়ালালামপুর সিটি সেন্টারের ২৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত সরকারি দপ্তরের কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ৭০টি স্কুল অনলাইন ক্লাসে রূপান্তরিত হবে।
বিশ্বনেতাদের আগমনকে কেন্দ্র করে মালয়েশিয়া প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানিয়েছেন তিনি।





