জীবিতদের উদ্ধারের চেষ্টায় এখনও চলছে অভিযান। যদিও এর আগেই উদ্ধারকর্মীরা ঘোষণা দিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কেউ জীবিত নেই।
দুর্যোগ প্রশমন সংস্থা গতকাল (রোববার, ৫ অক্টোবর) জানিয়েছে, ধসে পড়া ভবনের ৮০ শতাংশ সরিয়ে নিয়েছে তারা। সিদোয়ার্জো শহরে গত সোমবার বিকেলে ভবনটি ধসে পড়ার সময় সেখানে উপস্থিত ছিলো কয়েকশো শিক্ষার্থী। ধ্বংসস্তূপে আটকা পড়ে অর্ধশতাধিক, যাদের বেশিরভাগেরই বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে।
আরও পড়ুন:
এদেরমধ্যে মাত্র ১৪ জন জীবিত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এটিকে বছরের সবচেয়ে মর্মান্তিক দুর্যোগ বলে আখ্যায়িত করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে আজই উদ্ধারকাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।





