এমন প্রেক্ষাপটে গাজায় শান্তি ফেরাতে উভয় পক্ষকেই দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল জাজিরা বলছে, বৈঠকে ইসরাইলি দলের প্রতিনিধিত্ব করবেন দেশটির কৌশলগত মন্ত্রী জন ডার্মার। আর হামাস প্রতিনিধি হিসেবে বৈঠকে থাকবেন সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হায়া।
এই বৈঠক ছাড়াও মিশরে অনুষ্ঠিত হবে ইন্ট্রা-প্যালেস্টিনিয়ান ডায়লগ শীর্ষক একটি কনফারেন্স।
এই আয়োজনে ট্রাম্পের প্রতিনিধিত্ব করবেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ।
এদিকে, মিশরে অনুষ্ঠেয় এই বৈঠকের আগে রোববার (৫ অক্টোবর) গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নতুন করে প্রাণ গেছে অন্তত ২৪ ফিলিস্তিনির।





