ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস

ট্রাম্প ও হামাস
ট্রাম্প ও হামাস | ছবি: সংগৃহীত
0

ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। আর হামাসের এ সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে ট্রাম্প।

তবে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু শর্ত নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

শুক্রবার যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হতে হামাসকে দুই দিনের সময় বেঁধে দেয় মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন:

এরপরেই সকল জিম্মিকে মুক্তি দেয়ার কথা জানায় সংগঠনটি। আর হামাস জিম্মি মুক্তি দিতে রাজি হওয়ায় গাজায় বোমা হামলা বন্ধ করতে ইসরাইলকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত।

জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে, ইসরাইলকে অবিলম্বে গাজায় হামলা থামাতে হবে।

সেজু