কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের সিদ্ধান্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের

মার্কিন পররাষ্ট্রদপ্তর
মার্কিন পররাষ্ট্রদপ্তর | ছবি : সংগৃহীত
0

বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে যুক্তরাষ্ট্রে সফররত কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) এক এক্স বার্তায় তথ্যটি জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

সেখানে দাবি করা হয়, নিউইয়র্ক সিটির রাস্তায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সহিংসতা উস্কে দেয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি মার্কিন সেনাদের বলেছেন, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ পালন না করে।

আরও পড়ুন:

তবে ঐ পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্টের অপরাধ সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরের বাইরে জড়ো হওয়া ফিলিস্তিনপন্থিদের সঙ্গে শামিল হন প্রেসিডেন্ট গুস্তাভো।

মার্কিন সেনাদের উদ্দেশে তিনি জানান, সাধারণ মানুষকে বন্দুকের মুখোমুখি দাঁড় করাবেন না।

এর আগে, চলতি সপ্তাহে জাতিসংঘের অধিবেশনে গাজা যুদ্ধে ইসরাইলের পক্ষ নেয়ায় মার্কিন প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেন গুস্তাভো।

ইএ