গাজায় ইসরাইলি গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ

ইতালিতে বিক্ষোভ
ইতালিতে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

গাজা উপত্যকায় চলানো ইসরাইলি গণহত্যা ও মানবিক সংকটের প্রতিবাদে ইতালির রাজধানী রোমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এসময় বাংলাদেশি ও মুসলিম কমিউনিটিসহ ইতালিয়ানদের কণ্ঠে প্রতিধ্বনি হয় আগ্রাসন বন্ধের দাবি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

গাজায় ইসরাইলি আগ্রাসনে হতাহত ফিলিস্তিনি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে রোমের রাস্তায় নেমেছেন নানা বয়সী কয়েক হাজার মানুষ। হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ না করায়, দেয়া হয় ইসরাইল বিরোধী স্লোগানও।

ভূমধ্যসাগরের অপর প্রান্তে ইসরাইল পরিচালিত মানবিক ট্র্যাজেডিতে প্রতিনিয়ত জোরালো হচ্ছে শান্তিপূর্ণ সমাধানের দাবি। ফ্রি ফিলিস্তিন এবং শান্তি ও ন্যায়বিচারের স্লোগানে মুখরিত হয়ে উঠে রোম নগরী। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও শান্তির আকাঙ্ক্ষা ধ্বনিত হলো রোমের ঐতিহাসিক ভিত্তোরিও চত্বরে।

আরও পড়ুন:

প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতে অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশি ও মুসলিম কমিউনিটিসহ ইতালিয়ানরা।

বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির বিক্ষোভকারীরা জানান, আজকের এ সমাবেশ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র এবং ফিলিস্তিনে চালানো অমানবিক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।

এ বিক্ষোভ সমাবেশ শুধু একটি প্রতিবাদই নয়, ছিল মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি বিশ্বাসের বহি:প্রকাশ বলে জানান আন্দোলনকারীরা। জাতিসংঘে চলমান অধিবেশনে ফিলিস্তিনকে শুধু স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিই নয়, দ্রুত তা কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণেও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।


এফএস