মেধাবীদের জন্য ভিসা ফি মওকুফের পরিকল্পনা যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার | ছবি: রয়টার্স
0

বিশ্বসেরা মেধাবীদের জন্য ভিসা ফি তুলে নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকার এরমধ্যেই এ বিষয়ে নীতিগত আলোচনা শুরু করেছে।

এর ফলে ব্রিটিশ ভিসা প্রক্রিয়া সংস্কারে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন:

ব্রিটিশ এ প্রভাবশালী পত্রিকাটিকে এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তর এ ভিসা ফি ছাড়ের আওতায় পড়তে পারেন।

খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের লন্ডনে স্বাগত জানাতে স্টারমার সরকার এ চিন্তাভাবনা করছে বলে দি ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি ব্রিটেনের অর্থ বিভাগ।

যুক্তরাজ্যে বর্তমানে মেধাবীদের জন্য ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড। স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্যও একই পরিমাণ ফি দিতে হয়।

ইএ