ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো পর্তুগাল

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে পর্তুগালের স্বীকৃতি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে পর্তুগালের স্বীকৃতি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো পর্তুগালও। জাতিসংঘে থাকা পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে এ ঘোষণা দিয়েছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল।

এসময় তিনি বলেন, ‘ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে পর্তুগাল।’ 

তবে যুদ্ধবন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। 

ফ্রান্স, বেলজিয়ামসহ আরও বেশ কয়েকটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার কথা রয়েছে। স্বীকৃতি দেয়া দেশগুলোর প্রশংসা করে বিবৃতি দিয়েছে হামাস। 

অন্যদিকে, এ স্বীকৃতির জন্য ক্ষোভ ঝাড়লেন বেনইয়ামিন নেতানিয়াহু। এমনকি কিছুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলে হুমকিও দেন তিনি। 

এদিকে ‘গিডিয়নের রথ বি’ নামে গাজা সিটিতে আক্রমণের পরিধি আরও বাড়াতে তৃতীয় ডিভিশনের সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এখন পর্যন্ত ৬৫ হাজার ২০০’র বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

এসএইচ