রাশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প অনুভূত

রাশিয়ায় ভূমিকম্প
রাশিয়ায় ভূমিকম্প | ছবি: সংগৃহীত
0

রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল প্রায় ৪০ কিলোমিটার। শুরুতে সুনামির আশঙ্কা করা হলেও তা বাতিল করে সতর্কতা তুলে নিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। মেলেনি ক্ষয়ক্ষতির খবরও।

আরও পড়ুন:

তবে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে স্থানীয় প্রশাসন। গেল জুলাই মাসে ৮ দশমিক ৮ মাত্রার মারাত্মক ভূমিকম্প আঘাত হানে রাশিয়ার এ বিশেষ অঞ্চলটিতে। এর প্রভাবে সুনামি আঘাত হানে জাপান ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক উপকূলে।

এদিকে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে আবহাওয়া অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে জানায়, কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রয়টার্স জানিয়েছে, ১৯৫২ সালের পর এটাই ছিল কামচাটকায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

এফএস