ঝড়ের পর প্রবল বৃষ্টিতে আবুরা উপত্যকার লস অলিভারে উপচে পড়ে খালের পানি। গোটা শহরে দেখা দেয় আকস্মিক বন্যা।
বেশ কয়েকটি এলাকায় কোমর পর্যন্ত পানি উঠে গেছে। গাছপালা উপড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। শহরের কয়েকটি জায়গায় ভূমিধসের খবরও পাওয়া গেছে।
স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন। এমতাবস্থায় এ অঞ্চলে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ।