আর্কটিক দ্বীপের ৭২টি ভোটকেন্দ্রের প্রায় সবগুলোতেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে ভোটারদের চাপে ভোটদানের সময় আরো আধাঘণ্টা বাড়ানো হয়।
স্বায়ত্তশাসিত এই অঞ্চলে মোট ভোটার সংখ্যা ছিল সাড়ে ৪০ হাজার। বিজয়ী দল ডেমোক্র্যাটিট পেয়েছে প্রায় ৩০ শতাংশ ভোট। এর আগের নির্বাচনে যা ছিল মাত্র ৯ শতাংশ।
প্রার্থীদের পাশাপাশি ভোটারদের কাছেও এবার গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের হাত থেকে নিজেদের ভূখণ্ড রক্ষার বিষয়টি।