এই মহাকাশযান মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লুনার ল্যান্ডারের একটি। টেক্সাসের অস্টিন ভিত্তিক ফায়ারলি অ্যারোস্পেসের ব্লু গোস্ট মিশন ওয়ান চলতি বছরের ১৫ জানুয়ারি মহাকাশে পাঠানো হয়।
আপাতত চাঁদের উত্তর পূর্বাঞ্চলের কাছে অবস্থান করছে এই ল্যান্ডার।