শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উদগীরণ শুরু হয় সিসিলি অঞ্চলে অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ আগ্নেয়গিরি মাউন্ট ইটনায়।
নতুন সক্রিয় 'বোক্কা নুওভা'র খাদ থেকে বেরিয়ে আসছে জ্বলন্ত লাভা। পর্বত এলাকায় তিন দশমিক সাত মাত্রা পর্যন্ত কয়েক দফা ভূমিকম্পের পর শুরু হয় এ অগ্ন্যুৎপাত।
ধারণা করা হচ্ছে, ভূত্বকের ঠিক নিচেই উত্তপ্ত, তরল লাভার স্রোত থেকে কম্পনের সৃষ্টি।
বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি প্রায় ১১ হাজার ফুট উঁচু মাউন্ট ইটনা। প্রায় প্রায় অগ্ন্যুৎপাত হলেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা বিরল।
খ্রিষ্টপূর্ব ৪২৫ সালে প্রথম ইটনার উদগীরণ রেকর্ড করা হয়।