এথেন্সের জিওডায়নামিক ইনস্টিটিউট জানায়, এখনও দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠছে এজিয়ান সাগর তীরবর্তী অঞ্চলটি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর থেকে অন্তত সাতটি কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে চারের বেশি।
এর আগে বুধবার সন্ধ্যায় একটি কম্পনের মাত্রা রেকর্ড করা হয় পাঁচ দশমিক দুইয়ের বেশি, যা চলতি সপ্তাহের সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল।
আগ্নেয় দ্বীপ সান্তোরিনির পাশাপাশি গেল ২৬ জানুয়ারি থেকে বিরতিহীন ভূমিকম্পে কেঁপে উঠছে আমোরগোস, আনাফি আর লস দ্বীপ।
নজিরবিহীন এ কম্পন কবে নাগাদ থামবে, তা বলতে পারছেন না ভূতাত্ত্বিকরা।