সুইডেনের স্কুলে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ অন্তত ৫

বিদেশে এখন
0

সুইডেনের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। মধ্যাঞ্চলীয় শহর ওব্রোতে এই হামলার পর বন্দুকধারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সিএনএন এর প্রতিবেদন বলছে, পুলিশের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময় হলেও এখনো তাকে আটক করা সম্ভব হয়নি।

স্কুলের শিক্ষার্থীদের ইতোমধ্যে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে বিপদ এখনো কাটেনি।

তাই স্থানীয়দের বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্ত স্কুলটিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাশাপাশি অভিবাসীদের জন্য কারিগরি শিক্ষার কোর্স চালু রয়েছে।

সবশেষ ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে সুইডেনের বেশ কয়েকটি স্কুলে বন্দুক হামলায় ১০ জন প্রাণ হারিয়েছেন।

ইএ