ভূমধ্যসাগরে নৌকাডুবি: দুই শিশুর মৃত্যু, ১৭ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

বিদেশে এখন
0

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় দুই শিশুর মরদেহ এবং ১৭ অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জানুয়ারি) জার্মানির এনজিও শি পানকস এ তথ্য জানিয়েছে।

শি পানকস জানিয়েছে, মালটেস সার্চ অ্যান্ড রেসকিউ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে এক নারী ও পুরুষের অবস্থা গুরুতর হলে তাদের মেলটেসের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

অন্যদিকে ইতালিয়ান কোস্টগার্ডের একটি জাহাজ বাকী ১৫ জন ও নিহত দুই শিশুর মরদেহ নিয়ে যায়। 

বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছে, নৌকাটিতে ২১ জন আরোহী ছিলেন। এই নৌকাডুবির ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

ইএ