বিদেশে এখন
0

জর্জিয়ায় জিমি কার্টারের শেষকৃত্যের প্রথম পর্ব সম্পন্ন

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্য অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়েছে। মঙ্গলবার জন্মস্থান জর্জিয়ায় সমাহিত করা হবে কার্টারকে।

স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) বেলা ৩টায় প্রয়াত প্রেসিডেন্টের কফিনবহনকারী গাড়ি জর্জিয়ার অ্যাটলান্টায় এসে পৌঁছায়।

সেখানে জিমি কার্টারের বড় ছেলে জন কার্টার ও নাতী জেসন কার্টারের সাথে কুশল বিনিময় করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। 

১৯২৪ সালে জর্জিয়ার প্লেইনসে জন্মগ্রহণ করেন জিমি কার্টার। তাই শেষকৃত্য অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

অ্যাটলান্টা থেকে প্রয়াত প্রেসিডেন্টের কফিন নেয়া হয় কার্টার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে। সেখানে কার্টারকে বিশেষ সেনা-সম্মাননা প্রদান করে সামরিক বাহিনীর সদস্যরা। 

মঙ্গলবার জিমি কার্টারের কফিন আনা হবে ওয়াশিংটন ডিসিতে। সেখানে রাষ্ট্রীয় সম্মান দেয়ার পর আবারও জর্জিয়ায় পাঠানো হবে কফিন। 

জন্মস্থান প্লেইনসে সীমিত ও ব্যক্তিগত পরিসরে জিমির শেষকৃত্য সম্পন্ন করবেন পরিবারের সদস্যরা।

ইএ