বিদেশে এখন
0

বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুডের নিয়ন্ত্রণে মিয়ানমারের চিন রাজ্য

সামরিক জান্তা বাহিনীর কাছ থেকে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় চিন রাজ্যের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুড।

রাজ্যের সর্বশেষ মিনদাত ও কানপেতলেত নামের দুটি শহরের পতনের পর জান্তা-বিরোধী বিদ্রোহীরা চিনের ৮০ শতাংশেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে।

সোমবার সংবাদমাধ্যম দ্যা ইরাবতিকে দেয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র গোষ্ঠী চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং জানান, দক্ষিণাঞ্চলীয় চিন রাজ্য মুক্ত করা হয়েছে এবং তাদের সেনারা রাজ্যের উত্তরে ফালামে অবস্থিত জান্তাবাহিনীর সর্বশেষ ঘাঁটি ২৬৮'তম পদাতিক ব্যাটালিয়নে হামলা করেছে।

জানানো হয়, রাজধানী হাখা, ফালাম, তেদিম এবং থানলাং শহরে জান্তা সৈন্যদের চলাচল সীমিত করা হয়েছে।

এছাড়া পালেতোয়া, মাটুপি, কানপেতলেত, মিন্দাত ও টনজাং শহরে জান্তা সেনাদের পতন হয়েছে।

ইএ