যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার আদালত কয়েক মাস আইনি প্রক্রিয়া চালানোর পর এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। এই রায়ের প্রতিক্রিয়া জানিয়ে নিজের সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইলন মাস্ক লিখেছেন, শেয়ারহোল্ডারদের কোম্পানির ভোট নিয়ন্ত্রণ করা উচিত, বিচারকদের নয়।
আদালতের সিদ্ধান্তটি ভুল। তিনি আরও লিখেছেন, এই রায় যদি বাতিল না করা হয়, তাহলে ধরে নেয়া হবে বিচারক এবং আইনজীবীরা এই কোম্পানিগুলো চালান। আদালতের তথ্য অনুযায়ী, টেসলা তাদের পে প্যাকেজ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
টেসলার প্রধান নির্বাহী ও প্রধান শেয়ারহোল্ডার হওয়ার পাশাপাশি ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং ব্রেন চিপ ফার্ম নিউরালিংকসহ আরও কয়েকটি কোম্পানির মালিক। এক্স কেনার জন্য টেসলার শেয়ারের একটি বড় অংশ বিক্রি করে দিয়েছিলেন ইলন মাস্ক।
বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক।