এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটারে পৌঁছাতে পারে। ফেঙ্গালের প্রভাবে তামিলনাড়ুতে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি বইছে ঝড়ো হাওয়া। শতাধিক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।
ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে চেন্নাই বিমানবন্দর। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরতদের ওয়ার্ক ফ্রম হোমের পাশাপাশি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নির্দেশনা দিয়েছে তামিলনাড়ু সরকার।
এছাড়াও ৬টি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে ১৮ হাজার পুলিশ, দমকল ও কোস্টগার্ড সদস্য।