বিদেশে এখন
0

তীব্র তুষারপাতের কবলে নিউ জার্সি ও পেনসিলভেনিয়া

শীতকালীন ঝড়ের পর তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও পেনসিলভেনিয়া। বছরের প্রথম তুষারপাতের ধাক্কা সামলাতে অঙ্গরাজ্য দু'টিতে বন্ধ রাখা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে ঝড়ের পর পেনসিলভেনিয়ার পশ্চিমাঞ্চলে ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। রাস্তায় তুষারের পুরু আস্তরণ জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। বরফে ঢেকে গেছে বসতবাড়ির ছাদ।

আর নিউজার্সি ও এর আশেপাশের এলাকায় সর্বোচ্চ ৭ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হলেও, যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানায়, এই দুই অঙ্গরাজ্যের কোথাও কোথাও ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত দেখা গেছে।

এর আগে ইউরোপের বেশ কয়েকটি দেশে চলতি বছরের প্রথম তুষারপাত দেখা যায়। বিশেষ করে ফ্রান্স ও জার্মানির মতো দেশে তুষারপাত দেখতে ভিড় করেন পর্যটকরা।

ইএ