বিদেশে এখন
0

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত

প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- ডিআরডিও।

এরপর এক বিবৃতিতে এই ঘটনাকে দেশটির সামরিক শক্তির একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে অভিহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ শিং।

ডিআরডিওকে অভিনন্দনও জানান তিনি। ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।

অর্থাৎ শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে চলতে সক্ষম ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি।

ইএ