বিদেশে এখন
0

৭ সুইংস্টেটের সবকটিতেই ট্রাম্পের জয়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি সুইংস্টেটের সবকটিতেই ভূমিধস জয় ছিনিয়ে এনেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত ফলাফলে ট্রাম্পের ইলেকটোরাল ভোট বেড়ে দাঁড়িয়েছে ৩১২টি। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ট্রাম্প প্রশাসনে কারা থাকবেন তা নিয়েও চলছে নানা হিসেব-নিকেশ।

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর জন্য বুধবার (১৩ নভেম্বর) ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যেই, অভিবাসন নীতি ও নারীদের গর্ভপাতের অধিকার নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন নিউইয়র্ক ও ওয়াশিংটনের বাসিন্দারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্মরণীয় হয়ে থাকবে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন। সবশেষ অ্যারিজোনা অঙ্গরাজ্যে জিতে ৭টি সুইং স্টেটের সবকটিতে জয় ছিনিয়ে আনলেন এই রিপাবলিকান প্রার্থী। এবার অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল কলেজের ভোট পেয়ে হারানো অঙ্গরাজ্যটি পুনরুদ্ধার করলো রিপাবলিকানরা। গত নির্বাচনে অ্যারিজোনায় বাইডেনের কাছে ধরাশায়ী হয়েছিলেন ট্রাম্প। যদিও ২০১৬ সালে তা রিপাবলিকানদের দখলেই ছিল।

সুইং স্টেটে ভূমিধস জয়ে কামালা হ্যারিসকে বিশাল ব্যবধানে পরাজিত করলেন ডোনাল্ড ট্রাম্প। মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজের ভোটে ট্রাম্পের সংগ্রহ ৩১২ এবং কামালার ঝুলিতে পড়েছে ২২৬টি ভোট। ভোটের হিসাবে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ৫ শতাংশ এবং কামালা হ্যারিস পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। ২০২০ সালের নির্বাচনে নর্থ ক্যারোলাইনে বাদে বাকি ছয়টি সুইং স্টেটে জয় পেয়েছিলেন বাইডেন।

এদিকে, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রশাসনে কারা থাকবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে হোয়াইট হাউজের প্রধান স্টাফ হিসেবে একমাত্র সুসি ওয়াইলসকে নিয়োগ দেয়া হয়েছে। যাকে ট্রাম্পের জয়ের কারিগর বলা হয়। এছাড়া, ট্রাম্পের আগের প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে শোনা যাচ্ছে মার্কিন ধনকুবের ইলম মাস্কের নামও। তবে নতুন প্রশাসন থেকে সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে বাদ দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পকে স্থানীয় সময় বুধবার বেলা ১১টার দিকে ওভাল অফিসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর জন্য বৈঠকে বসবেন তারা। এবার মেলানিয়া ট্রাম্পকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন।

এদিকে, ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক ও ওয়াশিংটন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন প্রতি বছর ১০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হবে। এর বিরুদ্ধে নিউইয়র্কের ম্যানহাটনে বিক্ষোভ মিছিল বের করে অভিবাসীরা। এছাড়া, নারীদের গর্ভপাতের অধিকার বাতিলের বিরুদ্ধে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন ওয়াশিংটনের বাসিন্দারা।

বাসিন্দাদের একজন বলেন, ‘ট্রাম্প গোটা যুক্তরাষ্ট্রের জন্য গর্ভপাত নিষিদ্ধ করবেন। আমি এর বিরুদ্ধে লড়াই করতে এখানে এসেছি। আমরা লড়াই চালিয়ে যাব।’

আরেকজন বলেন, ‘আমরা আতঙ্কিত, উদ্বিগ্ন। অনেকেই আশা দিচ্ছেন এই ধরনের কিছু হবে না। আমি ট্রাম্পের বিজয় আশা করিনি।’

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।

ইএ