বিদেশে এখন
0

ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ওড়িশার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা

ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ওড়িশার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। রাজ্যের উত্তরাঞ্চল থেকে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় ঘূর্ণিঝড়টির দুর্বল হয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

দেশটির আবহাওয়া দপ্তর আরও জানায়, স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত দানার ওড়িশার স্থলভাগে দানার প্রভাব থাকবে। বর্তমানে ঝড়টি ধামরার ১৫ কিলোমিটার উত্তরে ও ভিতারকার্ণিকার ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছে। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১২ টার দিকে ওড়িশার উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করে সাইক্লোনটি।

পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ৩৫০ কিলোমিটার দূরে আঘাত হানলেও দানার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যটিতে। গতকাল দিবাগত রাত থেকেই কলকাতার বেশ কয়েকটি জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত আছে। নবান্ন থেকে ঝড়ের সবশেষ গতিবিধি নজরে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদ্যুৎহীন অবস্থায় দীঘার উপকূলবর্তী এলাকার কয়েক হাজার বাসিন্দা।বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার ট্রেন। ৯ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শনিবার পর্যন্ত। শুক্রবার সকাল ১০ পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা।

ইএ