বিদেশে এখন
4

চলে গেলেন টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা

ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি, টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে তিনি  মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন তিনি। এজন্য নিয়মিত চেকআপেও থাকতে হতো তাকে।

এদিকে ভারতের আরেক শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইটে রতন টাটার মৃত্যুর বিষয়টি জানান। গত সোমবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমে খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, সেটা ভুল খবর। রতন টাটা সুস্থ আছেন।

তবে বুধবার আবার ভারতীয় বেশ কিছু  সংবাদমাধ্যম আবারো দাবি করে, রতন টাটা হাসপাতালে ভর্তি, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। খবরে বলা হয়, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে শেষ অবধি আশঙ্কায় সত্যি হলো, চলে গেলেন এই প্রভাবশালী ভারতীয় ধনকুবের।

ভারতের এই বাণিজ্যিক মহিরুহ ব্যক্তিত্বের প্রয়াণে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউডের তারকাসহ বিভিন্ন শিল্পোদ্যোক্তারা।

রতন নাবাদ টাটার জন্ম ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর। প্রখ্যাত এই শিল্পপতি টাটা সন্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) ছিলেন।

রতন টাটা কেম্পিয়ন স্কুলে (মুম্বাই) শিক্ষা জীবন শুরু করেন। পরে তিনি ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলে তিনি স্কুল শিক্ষা শেষ করেন। স্কুল শিক্ষা শেষ করার পর তিনি ১৯৬২ সালে কর্ণেল বিশ্ববিদ্যালয়ে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেচার বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন করেন। ১৯৭৫ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য ও অ্যাডভেঞ্চেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর