গেল ৯ আগস্ট রাতে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নারী চিকিৎসকের মৃত্যুতে হওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলায় পুলিশ, প্রশাসন ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রতিবাদকারীদের অসন্তোষ পৌঁছেছে চরমে। যতদিন পর্যন্ত ন্যায় বিচার না হচ্ছে, ততদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দেয়া হচ্ছে।
আরজি কর-কাণ্ডের একমাস পূর্তি উপলক্ষ্যে রোববার সকাল থেকে রাত পর্যন্ত নানা রয়েছে নানা কর্মসূচি। আন্দোলনে যোগ দিচ্ছেন রিকশা চালকরাও। প্রতীকি আন্দোলন হিসেবে কলকাতায় 'রাজপথে আদালত' নামক প্রতিবাদে নেমেছেন ডাক্তাররা। আন্দোলনকারী মানুষদের মত নিতেই এই কর্মসূচির ডাক দিয়েছেন বলে জানান চিকিৎসকরা। এছাড়া ১৪ আগস্টের পর আরও একবার 'রাত দখল'-এর কর্মসূচি হতে যাচ্ছে আজ।
আরজি কর আন্দোলনের ঢেউ ভারতের গণ্ডি পেরিয়ে উত্তেজনা ছড়িয়েছে বিদেশেও। নারী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় বিক্ষোভ কর্মসূচি ও মানবন্ধন হবে যুক্তরাষ্ট্র ও বিট্রেনে। এতে সাড়া দিয়েছেন ইউরোপের অন্যান্য দেশসহ ব্রাজিল, জাপান, তাইওয়ান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে থাকা ভারতীয়রা।