বিদেশে এখন
0

কামালা ২ কোটি অভিবাসীকে নাগরিকত্ব দিয়ে মার্কিনিদের সুবিধা কেড়ে নিতে চান: ট্রাম্প

২ কোটিরও বেশি অভিবাসন প্রত্যাশীকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করতে দিয়ে কামালা হ্যারিস দেশের নাগরিকদের সুযোগ-সুবিধা কেড়ে নেয়ার ছক কষছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউ জার্সিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন, ভাইস প্রেসিডেন্ট কামালা এই শরণার্থীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দিতে চান। বিনামূল্যে নাগরিক সেবা দেয়ার নামে মেডিকেয়ার ও স্যোশাল সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ সুবিধাগুলো অকার্যকর করে দেয়াই কামালার মূল উদ্দেশ্য বলেও জানান তিনি।

সর্বাধিক বিক্রিত ১০টি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় ডেমোক্র্যাট শিবিরে যখন খুশির জোয়ার, ঠিক তখনই স্বাস্থ্যসেবা, নাগরিক নিরাপত্তা, শরণার্থী সংকট ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বাইডেন-কামালা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করলেন আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, অবৈধ উপায়ে যারা দেশে প্রবেশ করছেন তাদের বৈধতা দিয়ে দেশের নাগরিকদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করছেন ডেমোক্র্যাট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা কেউ তাদের পরিচয় জানি না। কামালা অন্তত ২ কোটি মানুষকে দেশে অনুপ্রবেশের অনুমতি দিয়ে লুটপাটের সুযোগ করে দিয়েছে। তাদের সবাইকে নাগরিকত্ব দিতে চান তিনি। যেন তারা মেডিকেয়ার ও স্যোশাল সিকিউরিটির মতো নাগরিক সেবায় বরাদ্দকৃত অর্থ হাতিয়ে নিতে পারে। সত্যি কথা বলতে, এখন তিনি চাইলেও এসব ঠেকাতে পারবেন না।’

অভিবাসন প্রতাশীদের থাকার জায়গা ও সেবা দিতে ব্যর্থ হওয়ায় বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছে নিউ ইয়র্ক, শিকাগো কিংবা টেক্সাস সিটি কর্তৃপক্ষ। আবার, এই শরণার্থীদের বিরুদ্ধে অসামাজিক নানা কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। এবার সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে কামালার তীব্র সমালোচনা করেন ট্রাম্প। অভিযোগ করেন, কামালার মদতে নানা অপরাধের সঙ্গে জড়িত অভিবাসন প্রত্যাশীদের ছেড়ে দেয়া হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অবৈধ উপায়ে দেশে প্রবেশ করা শরণার্থীদের বিনা বিচারে ছেড়ে দেয়া হচ্ছে। এরাই বাইরে বের হয়ে ধর্ষণ, লুটপাট ও হত্যাকাণ্ডে জড়িত হবে। পুলিশ বিভাগকে বরাদ্দ দেয়ার যে পরিকল্পনা ছিল সেটাও কামালা বাতিল করেছেন। কামালা হ্যারিসের পক্ষে একটি কাজই করা সম্ভব। সেটি হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ানো ও মার্কিন নাগরিকদের স্বপ্নকে ধ্বংস করে দেয়া।’

ইহুদি অর্থদাতা ও সমর্থকদের সাথে সাক্ষাতের পর অপর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন কামালা হ্যারিস পশ্চিমা সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিতে চান। বিশেষ করে ইসরাইল ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে কামালা সবসময় সোচ্চার। নিজেকে পশ্চিমা সভ্যতার রক্ষক দাবি করে ট্রাম্প বলেন, মার্কিন মুল্লুকে তার নেতৃত্বের বিকল্প নেই।

এদিকে, মার্কিন মুলুকে সর্বাধিক বিক্রিত ১০টি ওষুধের দাম কামানোর ঘোষণা আসার পর মেরিল্যান্ডের মার্গোতে সভা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মেডিকেয়ার সেবায় বরাদ্দকৃত অর্থ থেকে প্রতিবছর অন্তত ৬শ কোটি মার্কিন ডলার বাঁচানো সম্ভব হবে। সাড়ে ৬ কোটির বেশি মানুষের স্বাস্থ্যসুরক্ষায় ব্যবহৃত মেডিকেয়ার সেবার মানোন্নয়নে এই পরিকল্পনা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে দাবি করছে বাইডেন-হ্যারিস প্রশাসন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর