পর্তুগালের দক্ষিণের পর্যটন নগরী আলগার্ভ, যেখানে বসবাস ৫ হাজারেরও বেশি বাংলাদেশির। দেশটির দক্ষিণের উষ্ণ এই অঞ্চলে কৃষি খাতের বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি খামার, পাচ্ছেন সাফল্য।
আলগার্ভের এক প্রবাসী কৃষি উদ্যোক্তা আলমগীর হোসেন বাবুল। ২০১৪ সালে পর্তুগালে এসে যুক্ত হন কৃষি কাজে। নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পরবর্তীতে গড়ে তুলেছেন কৃষি খামার। ব্যবসায়িক সফলতা পাবার পাশাপাশি অবদান রাখছেন প্রবাসী আয়ে।
তিনি বলেন, 'আমি ২০১৪ সালে এখানে আসি। এরপর থেকেই আমি কৃষি কাজ করছি। এখন আমার ব্যবসা বেশ ভালো। এখন পর্যন্ত অনেক প্রবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি, সামনে হয়তো সংখ্যা আরও বাড়াতে পারবো।'
বাংলাদেশিরা ছাড়াও আলগার্ভ অঞ্চলে কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন দক্ষিণ এশিয়ার অনেক নাগরিক। কৃষি খাতে ব্যাপক সম্ভবনা থাকায় মাত্র ৫ হাজার বর্গ কিলোমিটারের এই অঞ্চলের প্রতি আকর্ষণ বাড়ছে প্রবাসীদের।
পর্তুগালের বিভিন্ন অঞ্চলে কৃষি খাতে বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। পূর্বে শুধু পর্তুগিজ কোম্পানিগুলোতে চাকরি করে থাকলেও বর্তমানে বেশকিছু বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য কৃষি খামার। যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের।