বিদেশে এখন
0

তুর্কিয়ের ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন

তুর্কিয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৭৮ জন। দাবানলে মৃত্যু হয়েছে শত শত প্রাণীরও।

দেশটির দক্ষিণ-পূর্বাংশের কুর্দি অঞ্চলের দিয়ারবাকির ও মারদিন প্রদেশে আগুন ছড়িয়ে পড়েছে। গত দুই দিনের দাবানলের পুড়ে গেছে বিশাল এলাকা।

এতে নষ্ট হয়েছে অসংখ্য গাছপালা ও বনাঞ্চল। আগুনে পুড়ে গেছে শতাধিক পশুপাখি। গত সপ্তাহে তুর্কিয়ের বেশিরভাগ অংশে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।

আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে। তবে তুর্কিয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাবানল সৃষ্টির জন্য খড় পোড়ানোকে দায়ী করেছেন। এর আগে ২০২১ সালে দেশটিতে দাবানলে ৯ জনের মৃত্যু হয়েছিল।

ইএ