হোয়াইট হাউজ জানিয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার ব্যস্ত সময়সূচির ফাঁকে সুযোগ নাও মিলতে পারে বৈঠকের।
অন্যদিকে ভারতের সঙ্গে শীর্ষ পর্যায়ে কানাডায় শিখ নেতা হত্যার ইস্যুতে আলোচনার ওপরেও জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। শেষবার গেলো বছর সেপ্টেম্বরে ভারতে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সময় বৈঠকে বসেছিলেন বাইডেন ও মোদি।
এবার ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন মোদি। নিশ্চিত কর্মসূচিতে এখন পর্যন্ত নেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের পরিকল্পনা।