প্রবাস
বিদেশে এখন
মালয়েশিয়ায় নানামুখী সংকটে প্রবাসীরা
বিদেশি কর্মীনির্ভর মালয়েশিয়ায় নানামুখী সংকটে প্রবাসীরা। কর্মসংস্থানের তুলনায় অতিরিক্ত কর্মী যোগানের ফলে নতুন-পুরনো বহু বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছেন। অর্থাভাবে ভিসা নবায়নও করতে পারছেন না অনেকে।

দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়। গত এক বছর ৮ মাসে দেশটিতে ৪ লাখ ২১ হাজারের বেশি বাংলাদেশি গেছেন। গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার চালুর পর থেকেই অতিরিক্ত অভিবাসন ব্যয়, চুক্তি অনুযায়ী কাজ না পাওয়ার মতো অভিযোগও রয়েছে। বাংলাদেশি কর্মীদের এমন পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। ভয়াবহ এ পরিস্থিতি মোকাবিলা করতে জরুরি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

কর্মসংস্থানের উদ্দেশ্যে আসা বহু নতুন কর্মীদের দীর্ঘদিন কর্মহীন থাকতে হয়েছে। আবাসন সংকটের পাশাপাশি বাথরুমের পানি খেয়েও থেকেছেন অনেকে। আর অনেক ভুক্তভোগী কাজ পেলেও ঠিকমতো বেতন না পাওয়ার অভিযোগ করেছেন। আবার কেউ কেউ কোম্পানি থেকে পালাতে বাধ্য হয়েছেন। এছাড়া অর্থাভাবে ভিসা নাবায়ন করতে পারছেন না এসব প্রবাসীরা। এতে আটক হওয়া ও নির্বাসনের ঝুঁকি বাড়ছে।

এক প্রবাসী বাংলাদেশি বলেন, ‘কাজে যোগ দিয়েছি কিন্তু তারা বেতন দিচ্ছেন না। আবার আমার ভিসার মেয়াদও শেষ, সবমিলিয়ে একমাস মেয়াদ আছে।’

আরেক প্রবাসী বলেন, ‘মাত্র ১০ মাস কাজ করেছি। কিন্তু কোনো পেমেন্টে দেয়নি। আবার ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ হয়ে গেছি।’

দালালদের মিথ্যা প্রচারণার ফাঁদে পড়ে ভ্রমণ ভিসায় আসা প্রবাসীদের অবস্থা আরও বেগতিক। ভিসা না থাকায় কাজ পাচ্ছেন না অনেকে। কর্মহীনতার এ তালিকায় দেশটিতে থাকা পুরনো বাংলাদেশিরাও আছেন। কর্মসংস্থানের তুলনায় অতিরিক্ত কর্মী আসা এ সংকটের অন্যতম কারণ বলে মনে করছেন তারা।

এদিকে অবৈধ বিদেশিদের ধরতে দেশটিতে অভিযান জোরদার করা হয়েছে। এতে বাংলাদশিসহ অবৈধ বিদেশিরা আটক হচ্ছেন।

এওয়াইএইচ