বিদেশে এখন
0

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে দিন রূপ নিলো রাতে!

মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডাসহ উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে দেখা গেলো বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

১১৫ মাইল দীর্ঘ এলাকা থেকে দেখা গেছে আংশিক বা পূর্ণ গ্রহণ। এর মধ্যে কয়েকটি এলাকায় পূর্ণ গ্রহণের স্থায়িত্ব ছিল চার মিনিটের বেশি সময়।

পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদের অবস্থানের ফলে প্রায় ৭০ থেকে ৮০ মিনিট পর্যন্ত চলে এ গ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে দিনের বেলা রাতের অন্ধকার নেমে আসার আগে প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধূসর রঙ ধারণ করে নীল আকাশ।

অন্ধকার আকাশে একটি ধূমকেতু আর চারটি গ্রহেরও ক্ষণিক দেখা পান জ্যোতির্প্রেমীরা। সূর্যের ডানদিকে শুক্র আর বামদিকে ছিল বৃহস্পতি গ্রহের অবস্থান। মঙ্গল ও শনি গ্রহ কিছুটা দূরে সরে গিয়ে ছোট দেখালেও ছিল শুক্রের ঠিক ডান পাশেই।

এছাড়া ৭১ বছরে একবার দেখা মেলে, এমন একটি ধূমকেতুও এদিন পৃথিবীকে অতিক্রম করেছে।


এসএস