প্রবাস
বিদেশে এখন
0

ঈদ ঘিরে মালয়েশিয়ায় জমজমাট পোশাকের বাজার

বছর ঘুরে আবার আসছে খুশির ঈদ-উল-ফিতর। মুসলিমদের জন্য বিশেষ এই দিনটিকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি চলে। তারই একটি নতুন পোশাক কেনাকাটা। ঈদের আগে দেশের বিভিন্ন মার্কেটে উপচেপড়া ভিড় থাকলেও মালয়েশিয়ায় প্রবাসীদের ঈদ কোনাকাটার চিত্র ভিন্ন।

ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের মতো মালয়েশিয়াতেও পোশাকের বাজার জমে উঠেছে। শেষ মুহূর্তের কেনাকাটায় স্থানীয়রা বিপণিবিতানে ভিড় করছেন। তবে ভিন্নচিত্র প্রবাসীদের ক্ষেত্রে, ঈদের সময় স্বজনদের জন্য নতুন পোশাকের টাকা পাঠালেও নিজেদের জন্য নতুন পোশাক কেনেন না বহু প্রবাসী। তাই বাংলাদেশি মালিকানাধীন পোশাকের দোকানগুলোতে তেমন ভিড় নেই।

বিক্রি ভালো হওয়ায় গেল বছরের মতো এবারও বাংলাদেশি দোকানে শোভা পাচ্ছে ছেলেদের পছন্দের পোশাক পাঞ্জাবি। যা কিনতে অনেকেই আসছেন। প্রথম পছন্দ পাঞ্জাবির পাশাপাশি কেউ কেউ জিন্স প্যান্ট ও টি-শার্টও কিনছেন।

ক্রেতারা বলেন, ‘এই মার্কেটে ঈদের পোশাক কিনতে আসছি। এখানকার পাঞ্জাবিগুলোও বেশ ভালো। সবাই পছন্দমতো পোশাকা কেনার চেষ্টা করছেন।’

এদিকে কর্মব্যস্ততার মাঝে যারা দোকানে আসতে পারছেন না, তাদের জন্য অনলাইনে কেনাকাটার সুযোগ আছে। প্রবাসের মাটিতে হাতের নাগালে দেশীয় পোশাক পেয়ে খুশি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা।

এই সম্পর্কিত অন্যান্য খবর