সোমালি জলদস্যুদের আত্মসমর্পণের নির্দেশ ভারতীয় নৌবাহিনীর

বিদেশে এখন
0

রুয়েন নামের একটি পণ্যবাহী জাহাজ সোমালি জলদস্যুদের কবল থেকে উদ্ধারের চেষ্টা করছে ভারতীয় নৌবাহিনী।

জাহাজটির পথ আটকে জলদস্যুদের আত্মসমর্পণের নির্দেশ দেয়া হচ্ছে। ভেতরে কোনো বেসামরিক নাবিক আছে কিনা, তা এখনও জানা যায়নি। ভারতীয় নৌবাহিনী শনিবার (১৬ মার্চ) জানায়, মাল্টার পতাকাবাহী জাহাজটি গত বছরের ১৪ ডিসেম্বর ছিনতাই করে জলদস্যুরা।

শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি থেকে নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে গুলি ছোঁড়ে জলদস্যুরা। এ ঘটনার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে নৌবাহিনী।