একদিকে খনির সন্ধানে বন উজাড় আর দাবানলের আগুনে পুড়ে আবাস ও চাষের ভূমি হারাচ্ছে তারা। এরইমধ্যে আদিবাসীদের বিশাল একটি অংশ মানবিক সংকটে পড়েছে।
ব্রাজিলের দমকল বাহিনী সদস্য চার্লস পেরেরা পিন্টো বলেন, 'জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আদিবাসীরা ধীরে ধীরে তাদের ভূমি হারাচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলো ও বনের অবস্থা আরও খারাপ হচ্ছে। গবাদি পশু, ও প্রচুর বন উজাড় হচ্ছে প্রতিনিয়ত।'
দাবানলের জ্বলন্ত আগুনে পুড়ছে বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট ব্রাজিলের আমাজন। বনের বেশ কয়েকটি গ্রামের আদিবাসী গোষ্ঠী ভূমিহীন হওয়ার শঙ্কায় রয়েছে।
চলতি বছর ব্রাজিলের রোরাইমা রাজ্যে আড়াই হাজারের বেশি দাবানল শনাক্ত করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে, কমপক্ষে দুই হাজার দাবানল থেকে আগুন ছড়িয়ে পড়ে। ব্রাজিলে দাবানলের ২৯ ভাগের জন্য দায়ী এই রাজ্যটি।