বিদেশে এখন
0

পরিবারের কাছে অ্যালেক্সেই নাভালনির মরদেহ হস্তান্তর

মৃত্যুর এক সপ্তাহের বেশি সময় পর রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মরদেহ তার মায়ের হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) আর্কটিক উপকূলীয় শহর সালেখার্দে নাভালনির মরদেহ পৌঁছায়। মৃত্যুসনদে স্বাভাবিক মৃত্যুর কথা বলা হলেও তার দেহে ভয়াবহ নির্যাতনের ছাপ স্পষ্ট বলে জানিয়েছে পরিবার।

নাভালনির মৃত্যু নিয়ে বিতর্কের মধ্যেই রাশিয়ায় রোববার (২৫ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে। এদিকে দেশটির সামরিক অভিযানে প্রতিবেশী ইউক্রেনের পরিস্থিতি নারকীয় হলেও যুদ্ধে জেতার বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক রাতে রাশিয়ার ১৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। যুদ্ধের একপর্যায়ে ইউক্রেন ডোনবাস অঞ্চলের বাকি অংশের নিয়ন্ত্রণও হারাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইএ