বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই

এই নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। চারবছর আগের বাইডেন-ট্রাম্প লড়াইয়ের পূর্ণমঞ্চায়ন কী আবারও হতে চলেছে এবার?

আইওয়ার পর নিউহ্যাম্পশায়ারে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে জয়লাভ করে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে আরেকধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ৮ দিনের মাথায় ট্রাম্পের কাছে ২য় হারে ব্যাকফুটে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য বলছে, নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রাইমারিতে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিক্কি হ্যালি পেয়েছেন ৪৩ শতাংশ ভোট। তবে আইওয়ায় মাত্র ১৯ শতাংশ ভোট পাবার পর নিউহ্যাম্পশায়ারে ভোটব্যাংক অনেকটাই বাড়িয়েছেন জাতিসংঘ নিযুক্ত সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।

প্রাইমারিতে জয়ের পর স্বভাবসুলভভাবে হ্যালিকে কটাক্ষ করতে ভোলেননি ট্রাম্প। একইসঙ্গে কথার তীর্যক বান প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে ছুড়েছেন।

রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা গত তিন মাসের প্রায় সব জরিপে বাইডেনের বিরুদ্ধে জয় পেয়েছি। অন্যদিকে নিক্কি কোনো জরিপেই জয় পায়নি। তার খুবই খারাপ সময় যাচ্ছে।'

 বিশ্লেষকদের আশঙ্কা ছিলো আইওয়ার পর নিউহ্যাম্পশায়ারে হারলে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াবেন নিক্কি হ্যালি। তবে আশঙ্কাকে উড়িয়ে দিয়ে হ্যালি জানান মনোনয়ন পাবার দৌড় সবে মাত্র শুরু হয়েছে।

নিক্কি হ্যালি বলেন, 'আমি আগেও বলেছি, এখনো বলছি। আমাকে ভোট দিয়ে আপনারা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, বিষয়টি প্রমাণ করতে আমি প্রতিদিন কাজ করে যাবো।'

 আইওয়া ককাসে হারের পর নির্বাচন থেকে সরে দাঁড়ান রন ডি স্যান্টিস। সমর্থন দেন ডোনাল্ড ট্রাম্পকে। তাই রিপাবলিকান দলে ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী এখন নিক্কি হ্যালি। অন্যদিকে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পাওয়ার দৌঁড়ে অনেকটাই এগিয়ে জো বাইডেন।