যদিও কারচুপির অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি। উল্টো দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছেন দলটির নেতারা।
এদিকে ক্ষমতাসীনদের সুরে সুর মিলিয়ে রাশিয়াও পশ্চিমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। কারণ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি সার্বিয়া। আর তাই সরকার হটাতে বিরোধীদের উসকানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। তবে ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে এখনও নীরব পশ্চিমা দেশগুলো।