বিদেশে এখন
0

বড়দিন ঘিরে পশ্চিমবঙ্গে কেনাকাটার ধুম

রকমারি টুপি, সান্তা ক্লজের পোশাক আর বড়দিনের উপহারে ছেয়ে আছে জলপাইগুঁড়ির বাজার। যিশুর জন্মদিন ঘিরে উৎসবে মেতেছে পশ্চিমবঙ্গের সব বয়সী মানুষ। প্রতিদিনই স্থানীয় মার্কেটে ভিড় বাড়ছে ক্রেতাদের।

কদমতলা, দিনবাজারসহ বিভিন্ন রাস্তার দোকানে সাজ সাজ রব। পূজার একমাস পর বাজার আবার চাঙা হওয়ায় খুশি ব্যবসায়ীরা। বিক্রি হচ্ছে ঘর সাজানো জিনিস থেকে বড় দিনের রকমারি পণ্য।

ক্রেতারা বলেন, 'প্রতি বছরই কেনাকাটা করি। টুপি, পোশাক, ট্রি এবং বিভিন্ন সাজানোর পণ্যের চাহিদা বেশি থাকে।'

গত দু'বছরের চেয়ে এবার বাজার বেশ জমজমাট। এবছর উৎসবের আমেজটা একটু ভিন্ন। পণ্যের দাম সাধ্যের মধ্যে, তাই ক্রেতার সংখ্যাও বেড়েছে। ঘর সাজানোর নিত্যনতুন সামগ্রীতে ভরপুর বিপণিবিতান।

জলপাইগুঁড়ি শহরে ক্রিসমাস কার্নিভালের আয়োজন এ বছর বাড়তি আমেজ যোগ করেছে বড়দিনের উৎসবে।