জাপান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এসময়ের মধ্যে ৩টি ফ্লাইট বাতিলের পাশাপাশি ৬৪ টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বিলম্ব হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জাপান এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্ব হয় জাপানের কানসাই, কিউশু, ওকিনাওয়া বিমানবন্দরে। অল নিপ্পন এয়ারওয়েজের পর দেশটির বৃহত্তম বিমানে ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠান জাপান এয়ারলাইন্স।
এই ঘটনার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দর আড়াই শতাংশ কমে যায়।