আন্তর্জাতিক বাণিজ্য
0

ট্রাম্পের জয়ে টেসলার পোয়াবারো, বাজারমূল্য ছাড়িয়েছে ১ লাখ কোটি ডলার

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ধনকুবের ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বাজারমূল্য ১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে ৮ শতাংশ। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে লাভবান হয়েছেন ইলন মাস্ক।

নির্বাচনী প্রচারণায় তিনি ব্যয় করেছেন ১৩ কোটি ডলার। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সপ্তাহে ২৯ শতাংশ পর্যন্ত বাড়ে টেসলার শেয়ারের দর।

মঙ্গলবার পর্যন্ত টেসলার বাজারমূল্য ছিল ৮০ হাজার কোটি ডলারের কিছু বেশি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে ৩০ শতাংশ।

আবারও ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের প্রতিষ্ঠানের তালিকায় পৌঁছে গেছে টেসলা। এই তালিকায় আগে থেকেই আছে এনভিডিয়া, অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, আমাজন ও মেটা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর