আন্তর্জাতিক বাণিজ্য
0

তৃতীয় প্রান্তিকে সৌদির অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.৮ শতাংশ

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮ শতাংশ। সম্প্রতি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি বা গ্যাসট্যাট) এ পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে দেশটির জ্বালানি তেল বহির্ভূত খাতে শক্তিশালী সম্প্রসারণের বিষয়টি তুলে ধরা হয়েছে।

গ্যাসট্যাট প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, সৌদি অর্থনীতিতে গত বছরের তুলনায় চলতি বছর তেল বহির্ভূত খাতগুলো ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। সংশ্লিষ্টদের মতে, এ সাফল্য সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার প্রতিফলন তুলে ধরেছে, যা দেশটির তেল নির্ভরশীল অর্থনীতি থেকে বেরিয়ে আসার অংশ।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সরকারি বাণিজ্যিক কার্যক্রম ৩ দশমিক ১ শতাংশ এবং জ্বালানি তেল ভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম দশমিক ৩ শতাংশ বেড়েছে। এছাড়া বছরওয়ারি হিসাবে সৌদি আরবের সামগ্রিক অর্থনীতি ২০২৪ সালের দ্বিতীয় থেকে তৃতীয় প্রান্তিকের মধ্যে দশমিক ৮ শতাংশ বেড়েছে।

চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৪ সালে সৌদি আরবের অর্থনীতি ১ দশমিক ৫ শতাংশ এবং ২০২৫ সালে ৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে বিশ্বব্যাংকও একই ধরনের আশাবাদ ব্যক্ত করে পূর্বাভাস করেছে যেখানে ২০২৪ সালে ১ দশমিক ৬ শতাংশ এবং ২০২৫ সালে ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানানো হয়েছে।

তবে পূর্বাভাস দুটি ২০২৪ সালের জন্য সৌদি আরবের নিজস্ব দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসের চেয়ে বেশি। সৌদি সরকার আশা করছে চলতি বছর তেলবহির্ভূত অর্থনৈতিক কার্যক্রম ৩ দশমিক ৭ শতাংশ বাড়বে।

এদিকে এসঅ্যান্ডপি গ্লোবাল বলছে, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের অর্থনীতি আরো শক্তিশালী হচ্ছে। তারা ২০২৪ সালে ১ দশমিক ৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল এই প্রবৃদ্ধিকে সৌদি আরবের বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টার সাফল্য হিসেবে দেখছে।

এছাড়া সম্প্রতি পাওয়া বাণিজ্য পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালের আগস্টে তেলবহির্ভূত রপ্তানি ২ হাজার ৭৫২ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি।

তেল বহির্ভূত অর্থনৈতিক কার্যক্রম এখন সৌদি আরবের অর্থনীতির ৫২ শতাংশ। এটি জ্বালানি তেল নির্ভরতা থেকে সরে আসার ক্ষেত্রে দেশটির সত্যিকারের অগ্রগতি তুলে ধরেছে।—আরব নিউজ

এএম