বিশ্ববাজারে গম রফতানির দিক থেকে অন্যতম শীর্ষ দেশ হচ্ছে আর্জেন্টিনা। ২০২৪-২৫ মৌসুমে ৬৩ লাখ একর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে বীজ বপণ শেষ হয়েছে বলে জানা গেছে।
পূর্বাঞ্চলের কৃষি এলাকায় পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও পশ্চিমাঞ্চলের কৃষকরা এখনো বৃষ্টি আসার অপেক্ষায় রয়েছেন। বুয়েনস এইরেন্স গ্রেইন্স এক্সচেঞ্জের তথ্যানুযায়ী, আগামী সপ্তাহেও এ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
চলতি সপ্তাহে প্রকাশিত আবহাওয়া প্রতিবেদনে এক্সচেঞ্জ জানায়, আর্জেন্টিনার অধিকাংশ কৃষি অঞ্চলে খুব অল্প বা একেবারেই বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে।
কৃষি খাত সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে ভুট্টার চাষ শুরু করার জন্য পর্যাপ্ত বৃষ্টিপাতের প্রয়োজন রয়েছে। সেপ্টেম্বর নাগাদ ভুট্টার চাষ শুরুর কথা রয়েছে। চলতি মৌসুমে ৪ কোটি ৯০ লাখ ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।