আন্তর্জাতিক বাণিজ্য
0

উচ্চ-সক্ষমতার ব্যাটারি তৈরিতে কারখানা স্থাপন করবে বিএমিডব্লিউ

উচ্চ-ক্ষমতাসম্পন্ন ব্যাটারি তৈরিতে নতুন উদ্যোগ নিয়েছে জার্মানির গাড়ি নির্মাতা কোম্পানি বিএমডব্লিউ। বিশ্বের তিনটি মহাদেশে পাঁচটি কারখানা তৈরি করবে কোম্পানিটি। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

শিগগিরই বাজারে বিএমডব্লিউ গ্রুপ সম্পূর্ণ বিদ্যুচ্চালিত নিউ ক্লাসে গাড়ি বাজারজাত করবে। এসব গাড়ির জন্য উচ্চ-সক্ষমতার বা ভোল্টেজের ব্যাটারি তৈরিতে বৈশ্বিক পর্যায়ে উৎপাদন বাড়াচ্ছে।

পাঁচটি কারখানায় উন্নত সক্ষমতার এ ব্যাটারি তৈরি করা হবে। এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে উৎপাদন নিশ্চিতের মাধ্যমে কার্বন নিঃসরণের মাত্রাও কমিয়ে আনা হবে।

জার্মানির লোয়ার বাভারিয়া, হাঙ্গেরির ডেব্রেসেন, যুক্তরাষ্ট্রের উডরাফ, চীনের শেনিয়াং এবং মেক্সিকোর সান লুইস পোটোসিতে কারখানাগুলো স্থাপন করা হবে। এসব কারখানা স্থাপনের মাধ্যমে আরো কিছু বিষয়ে কাজ করবে কোম্পানিটি। এর মধ্যে পরিবহণ দূরত্ব ও কার্বন নিঃসরণ কমাতে একই জায়গায় ব্যাটারি ও গাড়ি তৈরি করা হবে।

২০২৫ সাল নাগাদ ডেব্রেসেনে নিউ ক্লাসে গাড়ি উন্মোচন করা হবে। এছাড়াও ২০২৬ সালে চীনে এবং ২০২৭ সালে মেক্সিকোতে এ গাড়ি তৈরি করা হবে। বিদ্যমান কারখানাগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ ও উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে।

এএইচ