আন্তর্জাতিক বাণিজ্য
0

এয়ারবাসের ১৬০টি বিমান কিনবে সৌদির ফ্লাইনাস এয়ারলাইনস

নতুন করে আরো ১৬০টি বিমান ক্রয়ে এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইনস। এর মাধ্যমে কোম্পানিটির বিমানের সংখ্যা ২৮০ ছাড়াবে।

এক বিবৃতিতে এয়ারলাইনসটি জানিয়েছে, যুক্তরাজ্যের ফার্নবরোহ ইন্টারন্যাশনাল এয়ারশোতে চুক্তি সম্পন্ন হয়েছে। ক্রয়াদেশ দেয়া বিমানের মধ্যে ৩০টি ওয়াইড-বডি এ৩৩০ এবং ১৩০টি ন্যারোবডি এ৩২০ ফ্যামিলি এয়ারক্রাফট।

২০৩০ সালের মধ্যে এভিয়েশন খাতে পরিবর্তন আনার পাশাপাশি উই কানেক্ট দ্য ওয়ার্ল্ড টু দ্য কিংডম স্লোগানের মাধ্যমে ফ্লাইনাসের কার্যক্রমের পরিধি বাড়াতে চায় সৌদি সরকার। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, নতুন এ ক্রয়াদেশ এ লক্ষ্য পূরণের একটি ধাপ।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এভিয়েশন খাতে ২০৩০ সালের মধ্যে যাত্রী সংখ্যা ৩৩ কোটিতে উত্তীর্ণের পাশাপাশি বিশ্বের আরো ২৫০টি স্থানে সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করছে সৌদি। সেই সঙ্গে কার্গো বিমানের সক্ষমতা ৪৫ লাখ টনে উন্নীত করা হবে।

সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের প্রেসিডেন্ট আবদুল আজিজ আল দুইলেজ বলেন, ‘এ গুরুত্বপূর্ণ চুক্তির জন্য ফ্লাইনাসকে অভিনন্দন জানাই। ২০৩০ সাল নাগাদ সৌদির এভিয়েশন খাতের উন্নয়ন ও পরিবর্তনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ফ্লাইনাসের প্রধান নির্বাহী এবং ম্যানেজিং ডিরেক্টর বান্দার আল-মোহান্না বলেন, ‘এয়ারবাসের ১৬০টি বিমান কেনার এ চুক্তি ফ্লাইনাসকে বৈশ্বিক পর্যায়ে কোম্পানিটিকে সাশ্রয়ীমূল্যে পরিষেবা প্রদানকারী কোম্পানি হিসেবে আরো পরিচিত করে তুলবে।’

বান্দার আল-মোহান্না বলেন, ‘নতুন ক্রয়াদেশের মাধ্যমে বিমানের সংখ্যা ২৮০টিতে উন্নীতের মাধ্যমে কোম্পানির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা হবে। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশকে আমাদের পরিষেবার আওতায় এনে সব ধরনের ফ্লাইট কার্যক্রম পরিচালনা করা হবে।’

এয়ারবাসের কমার্শিয়াল এয়ারক্রাফট বিভাগের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান শেরার এ চুক্তিকে যুগান্তকারী মাইলস্টোন হিসেবে উল্লেখ করেছেন।

এএইচ