তবে উড়োজাহাজ সরবরাহ ও মেরামতের ক্ষেত্রে জটিলতা পুরো বছরজুড়েই থাকবে। পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক মানুষ আকাশে ভ্রমণ করবে। এভিয়েশন খাতের মোট আয় ১ লাখ কোটি ডলারে পৌঁছাবে।
আইএটিএ বলছে, চলতি বছরে বিশ্বব্যাপী এয়ারলাইন্স কোম্পানিগুলো ৩ হাজার ৫০ কোটি ডলার মুনাফা করবে। এর আগে ২০২৩ সালে এই মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ৭৪০ কোটি ডলার।
করোনা মহামারির কারণে ২০২০ সালে এভিয়েশন খাতের লোকসান হয়েছিলো সর্বোচ্চ ১৪ হাজার কোটি ডলার।